মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৪:০৪ পিএম

নিজস্ব সংবাদদাতা: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।সোমবার (০৫ মে) বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫ এর তৃতীয় অধিবেশন খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।শেখ বশিরউদ্দীন বলেন, দেশের ইনফ্লেশন বাস্কেট ওয়াইড। এসেনশিয়াল প্রোডাক্ট রেফারেন্সে একটি ইনফ্লেশন ইনডেক্স থাকা উচিত। বাজার ব্যবস্থা মনিটরিং ও রেগুলেট করতে এটা সাহায্য করবে।উপদেষ্টা বলেন, নিত্য প্রযয়োজনীয় ১৭টি পণ্যের উৎপাদন ও সরবারহ নিশ্চিত করলে, অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাবে। তিনি বলেন, কৃষি মানেই শুধু মানুষের খাদ্য নয় -এখানে পশু খাদ্যও জরুরি বিষয়। পশু যে খাবারটা খায় সেটাও কৃষি থেকে আসে। আবার পশুকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। পশু খাদ্যের মূল্যের সাথে আমাদের খাদ্যের মূল্যের একটা সম্পর্ক রয়েছে এটা ক্রিটিকালি এনালাইসিস করতে হবে। তিনি বলেন, দেশে খাদ্যের বাজারের আর্থিক মূল্য ৩০ লক্ষ কোটি টাকা। এর বিপণন আরো ভালোভাবে করতে হবে। কৃষির অর্থনীতিকীকরণে সিন্ডিকেশন অফ ফেয়ার মাইন্ড এবং সিন্ডিকেশন অফ ফেয়ার পলিসিস দরকার। ন্যায় বাণিজ্য তৈরি এবং মার্কেট স্টাবিলাইজেশন এর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাফার স্ট্রোরেজ ফ্যাসিলিটি গুলো তৈরি করতে না পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। ৩০ লাখ কোটি টাকার যে খাদ্যের বাজার সেখানে ইনভেস্টমেন্টের বিষয়টি রিয়েলাইজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক