
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে এখন সব ধরনের নিত্যপণ্যের দামে অস্থিরতা। কেজি ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এ জন্য গ্রীষ্ণ মৌসুমকে দুষছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, মুরগির বাড়তি দামের মাঝেই বেড়েছে ডিমের দাম। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে চালের বাজার।
সরকারি ছুটির দিন রাজধানীতে সাধারণত চাকরিজীবী মানুষেরাও বাজারমুখী হয়। কিন্তু সপ্তাহে একদিন বাজারে এসে একরাশ অস্বস্তি নিয়ে কেনাকাটা করে ফেরেন তারা।
সস্তায় সবজি কেনার দিন আর নেই। এখন ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। তবে ব্যবসায়ীরা জানান, গেল সপ্তাহের তুলনায় পণ্যের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে কিছু সবজির দাম কমেছে।
পেঁয়াজের বাড়তি দামের সঙ্গে যুক্ত হয়েছে ডিমের দামে ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় ডজনে বেড়েছে ১০ টাকা।
মাছের বাজারের চিত্রও একই। সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। পণ্যের মূল্যে অস্থিরতা নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা।
তবে নতুন ধানের মৌসুমে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে চালের দামে। সব ধরনের চালই কেজি প্রতি ৬-৮ টাকা কমে বিক্রি হচ্ছে।
বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগী। তবে নতুন করে দাম বাড়ছে গরুর মাংসের। কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
মন্তব্য করুন