মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাজটে বেশি প্রাধান্য পেয়েছে মানুষের জীবনমান

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:৫২ পিএম

নতুন প্রস্তাবিত বাজটে সামগ্রিক উন্নয়নের চেয়ে মানুষের জীবনমানকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। তাই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সামাজিক নিরাপত্তায়। এছাড়া অগ্রধিকার পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সুশাসন নাগরিক সুবিধা, বিদ্যুত ও জ্বালানি, এবং তথ্য প্রযুক্তি খাত। এছাড়া নির্বাচনী বছরে নির্বাচন কমিশন পাচ্ছে তিন হাজার কোটি টাকা। তবে নতুন কোন মেগা প্রকল্পেও এবার বরাদ্দ থাকছে না। মূল্যস্ফীতির চাপ ও রাজস্ব আয় কমে যাওয়ায় দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে এবারের জাতীয় বাজেটে অন্তর্বর্তী সরকার সামাজিক নিরাপত্তাসহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দিচ্ছে। বাজেটে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারনা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়ন ধারনায় জোর দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে সর্বোচ্চ ১ লক্ষ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে কম। গেলো বাজেটে যা ছিলো ১লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। এছাড়া শিক্ষাখাতের প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমিয়ে ৩৫হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় কিছুটা বাড়িয়ে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থ বছরে ৪৪ হাজার ১০৮ কোটি টাকা ছিলো। মাদ্রাসা ও কারিগরি শিক্ষায়ও বরাদ্দ বেড়েছে। এই খাতে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা ছিলো। এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে আগের বছরের তুলনায় ৫০১ কোটি টাকা বাড়িয়ে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ ছিলো ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। চলমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে কৃষি উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিয়ে এখাতে বরাদ্দ বাড়িয়ে ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বর্তমান অর্থ বছরে এখাতে বরাদ্দ ছিলো ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আর্থিক প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের জন্য আগামী অর্থবছরে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় ২ হাজার ৭২৬ কোটি ৯৫লাখ টাকা। গত অর্থ বছরে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিলো ১ হাজার ১৪১ কোটি ৮৫ লাখ টাকা। তবে প্রস্তাবিত বাজেটে নতুন কোন মেগা প্রকল্প থাকছেনা। নতুন প্রকল্প না নিয়ে ঋণ পরিশোধের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক