মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বৈষম্যহীন বাংলাদেশ গড়া বাজেটের মূল দর্শন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের মূল দর্শন। এর পাশাপাশি কর্মদক্ষ জনগোষ্ঠি গড়ে তোলা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরো গতিশীল করে উদ্যেক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক ভীত শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিগত সরকারের উন্নয়নমুখী বড় পরিকল্পনার পথে না হেঁটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা অন্তবর্তী সরকারের আরেক লক্ষ্য বলে জানান অর্থ উপদেষ্টা। তিন শুন্য থিওরি অর্থাৎ শূন্য দারিদ, শুন্য বেকারত্ব ও শূণ্য কার্বণ ভিত্তিক সমাজ নির্মাণকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব করা হয়েছে বলে বাজেট বক্তব্যে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে যে সব পদক্ষেপের কথা ক্ষুলে ধরা হয়েছে তার অন্যতম দর্শন হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন দেশ গড়া। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে নানা সম্ভবনাময় ক্ষেত্রের কথা তুল ধরেন। বলেন, বিজ্ঞান ও কর্মপোযোগী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দক্ষ মানব সম্পদ গড়াই সরকারের লক্ষ্য। এছাড়া সম্ভবনার খাত হিসেবে গভীর সমুদ্র সম্পদ আহরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নারী উদ্যেক্তা তৈরীকে অগ্রাধিকার দিয়েছে অন্তবর্তী সরকার। বিগত সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিলেও নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার অনেকটা ব্যয় সংকোচন নীতির পথে হাঁটছে। অর্থ উপদেষ্টা জানান, আগের বাজেট থেকে অপ্রয়োজনীয় ৩০ হাজার কোটি টাকা ব্যয় কমানো হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক ভারসাম্য নীতি গ্রহণ করে পথ চলা সরকারের লক্ষ বলে জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক