মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কমবে কর অব্যাহতি সুবিধা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১২:৩২ এএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অন্যতম লক্ষ্য রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। বাজেট ঘোষণার সময় একথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবায় যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করা বিবেচনাধীন আছে। আসছে অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা জিডিপি’র ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটের ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ২০২৫-২৬ অর্থবছরে ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা খরচের বাজেটে মোট ৫ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা আয় করবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এরমধ্যে ৪ লক্ষ ৯৯ হাজার কোটি টাকা আয় আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। এছাড়া অন্যান্য উৎস থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা। কর নীতি ও রাজস্ব আহরণ কার্যক্রম পৃথক করা, অটোমেশন, সক্ষমতা বৃদ্ধি, কর ব্যয় যৌক্তিকীকরণসহ নানা সুপারিশ করা হয়েছে রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়নে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং ১ লক্ষ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরে দেশী-বিদেশী ঋণ ও সঞ্চয়পত্রের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ২২ হাজার কোটি টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়েনি। আগের অর্থবছরের ব্যক্তি শ্রেণির করদাতার তিন লাখ ৫০ হাজার টাকাই রাখা হয়েছে এবারও। দেশী-বিদেশী লাভজনক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির করহারের ব্যবধান বাড়ানো হয়েছে। ব্রোকারেজ হাউজসমূহের উৎসে কর হ্রাস করা হয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার হ্রাস করা হলেও বাণিজ্যিক আমদানিকারকের বাড়ানো হয়েছে। সাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলাসহ আরো কিছু শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক