মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট অসামঞ্জস্যপূর্ণ’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:২১ পিএম

অনেক ইতিবাচক পদক্ষেপ নেয়া হলেও সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে দেয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা জানানো হয়। বৈষম্য দূর করার এই সময়ে ব্যতিক্রমী বাজেট দেয়া উচিৎ ছিলো বলে মনে করে সংগঠনটি। রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক সংস্কারের কথা বলছেন তারা।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের পর্যালোচনা নিয়ে এই মিডিয়া ব্রিফিং-এর আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

শুরুতে সিপিডির পক্ষ থেকে বাজেটের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরেন সংগঠনের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় প্রস্তাবিত বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চায় সিপিডি।

এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক জানান, প্রস্তাবিত বাজেটের কর কাঠামো দিয়ে বৈষম্য দূর করা সম্ভব নয়।

তবে, নিত্যপণ্যের শুল্ক কমানোয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, একইসাথে বৈদেশিক ঋণের বোঝা কমানোয় সরকারের উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক