
		অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে মনে করে ইনিস্টিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে, রাজধানীর পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি দাবি করেন, ব্যাংকগুলোর লাখ লাখ কোটি টাকা খেলাপি ঋণের দায়ও অডিটররা এড়াতে পারেনা। এসময় অভিযোগ করা হয়, দেশের অডিট বা নীরিক্ষা প্রতিবেদন ব্যবস্থার দূর্বলতার সুযোগেই ব্যাংক, আর্থিকখাত ও পুজিঁবাজার থেকে অর্থ হাতিয়ে নেয়া সহজ হয়। অর্থবিল পাশ হওয়ার আগেই নীরিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে আইন সংশোধনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন