
		ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু থাকলেও কম হয়েছে পণ্য খালাস। ফলে আবারও কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। এদিকে, বহির্নোঙ্গরেও বেড়ে চলেছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। তবে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা বন্দর কর্তৃপক্ষের। ঈদের আগে থেকেই বিভিন্ন কারণে কন্টেইনার ডেলিভারি নিয়ে বিপাকে ছিলো চট্টগ্রাম বন্দর। নানামুখী উদ্যোগে কার্যক্রমে কিছুটা গতি পেলেও ঈদের দীর্ঘ ছুটিতে আবারও কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। স্বাভাবিক সময়ে দৈনিক সাড়ে ৪ হাজারের বেশি কনটেইনার খালাস করা হলেও ঈদের পর দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত তা নেমে আসে প্রায় ২ হাজারে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে ৪১ হাজার ৬২০টি। বন্দরের বহির্নোঙরে বাড়ছে পণ্য খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যা। ঈদের আগে ৩দিন ও পরে ৩দিন রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী পণ্য খালাস করেননি। তবে, পরিবহণ বিভাগ, কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করলে সংকট নিরসন হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, দ্রুতই সংকট কেটে যাবে। বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ৪৫টি জাহাজ, এরমধ্যে ১২টিই কনটেইনারবাহী। এসব জাহাজে রয়েছে ১০ হাজারের বেশি কন্টেইনার।
মন্তব্য করুন