মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশে চালু হলো ‘গুগল পে’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট বা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করতে পারবেন। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গুগল, মাস্টারকার্ড ও ভিসারকার্ডের সহযোগিতায় এই আধুনিক লেনদেন ব্যবস্থা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, এসময় বলেন, পকেট থেকে মানিব্যাগ ও কার্ড সরিয়ে গুগল পে’র মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। ডিজিটাল এই সেবা নতুন সম্ভাবনার দ্বার খোলার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। গুগল পে’র উদ্বোধন করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয়। আর্থিক খাত সংস্কার করে, মুদ্রাস্ফীতি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান গভর্নর। ডিজিটাল এই ওয়ালেটের ব্যবহারের ফলে গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা সবকিছুর লেনদেন সহজেই মুঠোফোনে করা যাবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক