মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে রেকর্ড রাজস্ব আদায় 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:১৫ এএম

চট্টগ্রাম কাস্টম হাউস গত বছরের চেয়ে এবার প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে। সাম্প্রতিক সময়ে আন্দোলনসহ নানা কারণে জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা চললেও বর্তমানে স্বাভাবিক গতিতে ও জনস্বার্থকে প্রধান্য দিয়ে কাজ চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতাকে সামনে রেখে শুল্কায়ন প্রক্রিয়াকে আরও ব্যবসায়ীবান্ধব ও সকল অংশীদারদের মতামত নিয়ে সমন্বিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা এই শুল্ক স্টেশনটি এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। প্রতি কর্মদিবসে গড়ে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় এখানে। চট্টগ্রাম কাস্টম হাউস এবার ভেঙেছে অতীতের সব রেকর্ড।

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে তারা রাজস্ব আদায় করেছে ৭৫ হাজার ৪ শ ৩২ কোটি টাকা। আগের অর্থবছরে এ অঙ্ক ছিল ৬৮ হাজার ৭৫৫ দশমিক ৭ কোটি টাকা। এই হিসেবে এক অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৬ হাজার ৬৭৬ দশমিক ৩ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ এবং ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার কোটি ও ২০২০-২১ অর্থবছরে আয় হয় ৫১ হাজার কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গেল অর্থবছরের নানান প্রতিবন্ধকতা থাকলেও রাজস্ব বিভাগ, ব্যবসায়ীসহ সকলের প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।

এদিকে, ব্যবসায়ীদের দাবি এনবিআর যেন ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নসহ সকল অংশীদারদের মতামত নিয়ে সমন্বিতভাবে কাজ করে।

সাম্প্রতিক সময়ে এনবিআর এ বিক্ষোভ, শাটডাউন কর্মসূচি হলেও বর্তমানে কাস্টমস হাউস জনস্বার্থ বিবেচনায় ছুটির দিনসহ রাতেও শুল্কায়ন কাজ করছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক