
		রাজধানীতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এমন আবহাওয়ায় যদি আপনার বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, বিশেষ করে বাজার কিংবা শপিংয়ের উদ্দেশ্যে, তাহলে আগে জেনে নিন-রাজধানীর কোন কোন মার্কেট ও এলাকা আজ সাপ্তাহিক বন্ধের কারণে বন্ধ রয়েছে। বাজারে গিয়ে অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে না চাইলে আগেভাগেই দেখে নিন বুধবার কোথায় কোথায় কেনাকাটা করা যাবে না।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
মন্তব্য করুন