মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবারও বাড়লো বিটকয়েনের দাম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

আবারও রেকর্ড পরিমাণে বাড়লো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে এক লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছে ডিজিটাল মুদ্রাটির মূল্য।

এনিয়ে চলতি বছরে ৩২ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। বছরের ব্যবধানে হিসাব করলে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য ১০৫ শতাংশেরও বেশি হারে বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যার পরিমাণ প্রায় ৭ শতাংশ।

অপরদিকে, বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল কারেন্সিটি।

এছাড়াও, উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মূল্যও। এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে ৮০০ ডলারে বিনিময় হচ্ছে এটি। অন্যদিকে, সোলানার দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুত সময়ে ঋণ বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে। আর এ গতি যেন থামছেই না। অর্থনীতি শক্তিশালী থাকুক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রচুর প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য সহায়ক শক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক