মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন নামে একীভূত হওয়া ৫ ব্যাংক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম

একীভূত হতে যাওয়া পাঁচটি দুর্বল ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এসব ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামের একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন এই ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক শিগগিরই লাইসেন্স ইস্যু করবে। এ লক্ষ্যে সরকার থেকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগানের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, বৈঠকে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং খেলাপি ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে, যারা ওই ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, বর্তমানে দায়িত্বে থাকা পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-রা পদে বহাল থাকবেন। তবে প্রশাসক টিম দায়িত্ব নেওয়ার পর পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে এই পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি বাতিল হয়ে যাবে।

মুখপাত্র আরও জানান, একীভূত প্রক্রিয়া সম্পন্ন হতে ন্যূনতম দুই বছর সময় লাগতে পারে, কারণ ব্যাংক একীভূতকরণ একটি দীর্ঘমেয়াদি এবং জটিল প্রক্রিয়া। তবে, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক