বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

দেশে আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি বা বিপিএম৬ অনুসারে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.০৮ বিলিয়ন বা দুই হাজার ৬০৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে আসে। একই সময়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫ দশমিক ৪০ বিলিয়ন (বিপিএম৬) ডলার।

রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১.৭২ বিলিয়ন ডলারে। গত ২৮ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। সে সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়ায় ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

রিজার্ভ বৃদ্ধিতে আরও ভূমিকা রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা কমে যাওয়া। একদিকে আমদানি ব্যয় হ্রাস ও বর্তমান সরকারের অর্থপাচার বিরোধী শক্ত অবস্থানে পাচারকারীরা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হচ্ছে; সামাজিকভাবে হেয় হচ্ছে। এতে টাকা পাচারে সতর্ক হয়েছে। পাচার করলে যেদিনই হোক বিচারের মুখোমুখি হতে হবে। এর ফলে ডলারের চাহিদা কমেছে। একান্ত দরকার না হলে বাড়তি টাকা দিয়ে কেউ ডলার কিনছে না।

এ ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক সময় সময় কিনছে। এতে একদিকে ডলার বাজার স্থিতিশীল থাকছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে নতুন ডলার যোগ হচ্ছে। এ সময়ে আইএমএফ, এডিবি, জাইকাসহ বিভিন্ন সংস্থা থেকে বৈদেশিক ঋণও ছাড় হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
হিলিতে পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরির কাছাকাছি, বিপাকে সাধারণ ক্রেতা
হিলিতে পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরির কাছাকাছি, বিপাকে সাধারণ ক্রেতা
অনলাইন জুয়ায় নিঃস্ব দেশের ৫০ লাখেরও বেশি মানুষ
অনলাইন জুয়ায় নিঃস্ব দেশের ৫০ লাখেরও বেশি মানুষ