মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এলএনজি কিনবে সরকার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ এএম

দীর্ঘমেয়াদি নতুন তিন চুক্তির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৫ হাজার ৯৭৩ কোটি ৬০ লাখ ১০ হাজার ২৬০ টাকা। এই চুক্তির সঙ্গে রয়েছে কাতার ট্রেডিং এলএলসি, ওমানের ওকিউ ট্রেডিং এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি।

এ ছাড়া পুরো অর্থবছরে সব মিলিয়ে মোট ১১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হবে ৮২ কার্গো এবং স্পট মার্কেট থেকে কেনা হবে ৩৩ কার্গো এলএনজি। চলতি অর্থবছরে ব্যয় হবে ৫৫ হাজার ৩২ কোটি ৯ লাখ ৭৮ হাজার ২২৩ টাকা। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জানা গেছে, চলতি অর্থবছরে মোট ১১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে নতুন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মোট ১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। আর কাতার ট্রেডিং এলএলসি থেকে কেনা হবে ৬ কার্গো। এতে ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৯ লাখ ১৮ হাজার ২৮০ টাকা। ছয় কার্গোতে মোট ১ কোটি ৯২ লাখ এমএমবিটিইউ এলএনজি আসবে। প্রতি এমএমবিটিইউর খরচ হবে ৯ দশমিক ৮৬ মার্কিন ডলার।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনে সরকার। বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার পরও তুলনামূলক কম দামে এ দুই দেশ থেকে এলএনজি পাওয়া যায়। এজন্য সরবরাহ বাড়াতে ২০২৩ সালের ১ জুন কাতারের সঙ্গে নতুন করে আরেকটি চুক্তি করা হয়েছে। এ চুক্তির আওতায় চলতি বছর থেকে এলএনজি আমদানি বাড়বে।

ওমানের ওকিউ ট্রেডিং থেকে চলতি অর্থবছরে কেনা হবে দুই কার্গো এলএনজি। এতে ব্যয় ধরা হয়েছে ৮২১ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৪৪০ টাকা। দুই কার্গোতে ৬৪ লাখ এমএমবিটিইউ এলএনজি আসবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির খরচ হবে ১০ দশমিক ৪৪ মার্কিন ডলার। ওমানের এই কোম্পানি থেকে ১৭ কার্গো এলএনজি আমদানির জন্য চলতি বছরের ২২ জুলাই পেট্রোবাংলা চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে চলতি অর্থবছরে কেনা হবে সাত কার্গো এলএনজি। এতে খরচ ধরা হয়েছে ২ হাজার ৮২১ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৫৪০ টাকা। সাত কার্গোতে মোট ২ কোটি ২৪ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদাানি করা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজি ব্যয় ধরা হয়েছে ১০ দশমিক ২৪ মার্কিন ডলার।

মার্কিন এই কোম্পানির সঙ্গে চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে করা হয়েছে। ২০২৩ সালের ২৩ নভেম্বর এই চুক্তি স্বাক্ষর হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ বিধানের অধীনে থাকা একাধিক চুক্তি বাতিল করলেও এটি করেনি। কারণ হিসেবে বলা হয়েছে, মার্কিন এই কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সেটি বাতিল করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক