মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশে চালু হচ্ছে রিটেইল চেইন শপ আলফামার্ট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে চেইন শপ আলফামার্ট। ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ নামে আনুষ্ঠানিকভাবে এর ব্যবসা শুরু হচ্ছে। বাংলাদেশে এ প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে কাজী ফার্মস গ্রুপ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ বিনিয়োগে বাংলাদেশে ব্যবহার করা হবে সর্বাধুনিক রিটেইল প্রযুক্তি। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদকদের মধ্যে দ্রুত বিতরণের জন্য তারা গড়ে তুলবে একটি নতুন ডিস্ট্রিবিউশন বা বিতরণ নেটওয়ার্ক।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির প্রথম ধাপে ৫ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ থাকবে, যা দেশি মুদ্রায় ৬১০ কোটি টাকার মতো (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। দ্বিতীয় ধাপে আরও ৭ কোটি ডলার (প্রায় ৮৫৪ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দুটো মিলিয়ে আলফামার্টে মোট ১২ কোটি ডলার বা ১ হাজার ৪৬৪ কোটি টাকা বিনিয়োগ হবে। এ বিনিয়োগের বড় অংশ আসবে বিদেশ থেকে।

অনুষ্ঠানে জানানো হয়, যৌথ উদ্যোগের অংশীদারদের মধ্যে একটি আলফামার্ট, যা বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০ হাজার স্টোর পরিচালনা করছে। আরেক অংশীদার মিৎসুবিশি করপোরেশনের রিটেইল শপ ‘সোগো শোশা’, যারা জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার স্টোর পরিচালনা করে। ইউনিক্লোসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক রিটেইল চেইনেও তাদের বিনিয়োগ রয়েছে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ‘আমাদের এই উদ্যোগে ১২ কোটি ডলার বিনিয়োগ হবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আশা করছি রিটেইল চেইন শপগুলোতে ৪০ ভাগ মেয়েদের কাজের সুযোগ দিতে পারবো।’

জাপানের মিতসুবিশি করপোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগাক বলেন, আমি মনে করি বাংলাদেশ-ইন্দোনেশিয়া এবং জাপান–এই তিনদেশের ব্যবসায়িক অভিজ্ঞতা একটি দারুণ বিজনেস ভেঞ্চার তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আরও বক্তব্য দেন আলফামার্ট গ্রুপ ইন্দোনেশিয়ার প্রতিনিধি বুদিয়ান্ত জোকো সুশান্ত, আলফামার্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কাজী ফার্মসের ডিম ১০ লাখ দোকানে বিক্রি হয়। দেশের মানুষকে কম খরচে ডিম খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কাজী ফার্মস। আশা করি, নতুন এ বিনিয়োগের মাধ্যমে দেশে অনেক মানুষের কর্মসংস্থান হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক