
		অনুমোদিত সুগন্ধি চাল রফতানির অনুমতির সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপ-সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সুগন্ধি চাল রফতানির অনুমতির সময় ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন বর্ধিত সময়ে মোট ৫০টি প্রতিষ্ঠান চাল রফতানি করতে পারবে। চিঠির শর্ত অনুযায়ী, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রফতানি করা যাবে না এবং সর্বনিম্ন রফতানিমূল্য হবে প্রতি কেজি এক দশমিক ৬০ মার্কিন ডলার। এছাড়া এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, তাই অনুমোদিত রফতানিকারক কোনোক্রমেই নিজে রফতানি না করে সাব-কনট্রাক্ট দিতে পারবে না।
শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রফতানি সংক্রান্ত সব কাগজপত্র রফতানি-২ শাখায় পাঠাতে হবে। পরবর্তী আবেদনের ক্ষেত্রে আগের অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সব তথ্যপ্রমাণসহ আবেদন করতে হবে। সরকার প্রয়োজনে যেকোনো সময় রফতানি অনুমতি বাতিল করতে পারবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ৫২ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৮০০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়ে গত ২৮ মে পরিপত্র জারি করে। সে সময় বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান জানান, রফতানিকারকদের চাহিদার পরিপ্রেক্ষিতে চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল ১৩৩ প্রতিষ্ঠানকে ১৮ হাজার ১৫০ টন সুগন্ধি চাল রফতানির অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয়। দুই দফা মিলিয়ে অনুমোদনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ৯৫০ টন।
মন্তব্য করুন