মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দীর্ঘ পাঁচ মাস পর কুয়েটে ক্লাস শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অচলাবস্থা কেটেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। খোলা রয়েছে আবাসিক হলগুলো। গ্রামের বাড়িতে চলে যাওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। ক্লাস শুরু নিয়ে অজানা শঙ্কা দূর হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলেছে। আমরা অনেক খুশি। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিলেন। তাঁরাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে আমরা খুশি এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।’

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। শিক্ষকেরা ক্লাসে ফিরেছেন।’

কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, ‘আজ ক্লাস শুরু হওয়ার পর আমি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হয়েছি। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুন্দর করতে সবার পরামর্শ নিয়ে এগিয়ে যাব। আশা করি, আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়টি সুনাম অক্ষুন্ন রাখবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হামলায় ঢাবি ৪০৩ ছাত্রলীগ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার নয়-জানতে নোটিশ
জুলাই হামলায় ঢাবি ৪০৩ ছাত্রলীগ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার নয়-জানতে নোটিশ
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়