
রাকসু নির্বাচন ১৫ দিন পেছানো হলো। নির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। বুধবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় গণমাধ্যমকে সংবাদ সম্মেলনে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
এ সময় তিনি রাকসু নির্বাচন সম্পর্কে জানান, মনোনয়ন ফরম বিতরণের সময় সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মনোনয়ন ফরম জমা নেয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর। যাচাই বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি চলবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। একাডেমিক ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। গণনা শেষে সেদিন ফলাফল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন