
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু প্রাঙ্গণে ইশতেহারটি ঘোষণা করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস মনোনীত প্রার্থী মহিউদ্দিন খান।
ইশতেহারকে মূলত দুই ভাগে ভাগ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নিজেদের কার্যপ্রণালীকে ছয়টি ইয়েস এবং ছয়টি নো-এ ভাগ করেছে প্যানেলটি। অর্থাৎ ডাকসু নির্বাচনে জয়ী হলে ছয় ধরনের কাজ বাস্তবায়ন করবেন তারা, আর ছয়টি কাজ ক্যাম্পাসে ঘটতে দেবেন না।
মন্তব্য করুন