
		নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন অতীতের ভুলে ফিরতে চায় না, ভালো পথে একটি গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিতে হলে প্রক্সি পদ্ধতির ভোটে যেতে হবে। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত দেশেগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। এসময় মালয়েশিয়ার হাইকমিশনার বলেছেন, বাংলাদেশে চলমান নির্বাচন ব্যবস্থাসহ সকল সংস্কারে সমর্থন আছে তাদের।
জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য নির্বাচন কেন্দ্রীক সহযোগিতা নেয়া। সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশের বাংলাদেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে কমিশন। ১৯টি দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানালেও ১০ দেশের ১২জন বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশের চলমান সংস্কারে তাদের সমর্থন আছে।
এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ওআইসির কাছে সহযোগিতা চেয়েছে কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, অতীতে ফিরতে চায় না কমিশন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিতে হলে প্রক্সি ভোটে যেতে হবে।
মন্তব্য করুন