
		বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)এর কেন্দ্রীয় সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মাসুদ রানা।
আজ সোমবার বিকেলে ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সংগঠকদের মধ্যে তাওহীদুল ইসলাম, আবরার হাবীব, রবিউল হাসান নয়ন, তাফহিম রাফি, রাতুল, মাহী,মাবরুর এবং আহনাফ আতিফ প্রমুখ। এ সময় নির্বাচনকালীন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন-একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ভূমিকা অপরিহার্য। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঘোষিত প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষা করা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মূল শর্ত।
এ সময় তিনি পাঁচদফা দাবি উত্থাপন করেন- দাবি গুলো হলো-আসন্ন জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঘোষিত প্রতিশ্রুত সময়সীমা (২৭ নভেম্বর)মধ্যেই জকসু নির্বাচন আয়োজন করা, কোনো অজুহাতে বিলম্ব করা যাবে না, নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে, নির্বাচনের সময় সকল ছাত্রসংগঠনের জন্য সমান সুযোগ ও আচরণবিধি প্রণয়ন ও প্রয়োগ করা এবং ক্যাম্পাসে অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক জকসু নির্বাচন নিশ্চিত করবে বলে ছাত্র নেতৃবৃন্দ মনে করেন।
মন্তব্য করুন