মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চাকসুতে ছাত্রদল-ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল এবং ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। অন্যদিকে বেলা ৩টায় শিবিরের প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম। ঘোষণা অনুযায়ী ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ক্রীড়াবিজ্ঞান বিভাগের মো. শাফায়াত হোসেন।

অন্যদিকে শিবিরের প্যানেলের নাম ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব।

প্যানেল ঘোষণাকালে লিখিত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেনে আমরা খুবই আনন্দিত। চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করি। নাছির বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। যেমন আবাসনসংকট, পর্যাপ্ত শাটল ট্রেন সার্ভিস না থাকা, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা। এ ছাড়া খাবারের সমস্যা সমাধান এবং একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা প্রয়োজন। এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান বের করার জন্য চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর চাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন বলে আমরা আশা রাখি।

নির্বাচনে শিক্ষার্থীরা প্যানেলের প্রার্থীদের মনোনীত করলে তাঁরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন উল্লেখ করে নাছির বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে। এ ছাড়া ছাত্রদল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ১৯৯০ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করবে। ছাত্রদল সবার জন্য ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে এবং নারীদের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান। মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করা আমাদের অঙ্গীকার।

নাছির বলেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের পরও আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করছি। চাকসু নির্বাচনের ক্ষেত্রেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। এখানেও প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে এবং তারা একদলীয় আচরণ করেছে। একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি তারা পক্ষপাতমূলক আচরণ করছে। ছাত্রদল সব ক্যাম্পাস থেকে একদলীয় পক্ষপাতমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান ঘটাবে বলে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নিশ্চিত করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী হবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থীকে সমান চোখে দেখবে।

ছাত্রদলের প্যানেলে আরো যাঁরা জায়গা পেলেন: ছাত্রদলঘোষিত প্যানেলের সহসাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক; খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম; সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক; সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান; সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ; সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ নির্বাচন করবেন। এ ছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন প্রার্থী হয়েছেন।

ছাত্রশিবিরের প্যানেলে যারা আছেন: ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম। এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব লড়বে। এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহজালাল হলের সভাপতি ও ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যপদে লড়বেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের আকাশ দাশ। কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলক। এখানে ভিন্নধর্মী যেমন আছেন, ঠিক তেমনি নারী শিক্ষার্থীরাও জায়গা পেয়েছেন।প্যানেল ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ছাত্রদল আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু এখন তারা অহেতুক অভিযোগ করছে।

প্যানেলে আরও যাঁরা আছেন তারা হলেন- খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদকে মোহাম্মদ শাওন, সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সাম্পাদক শাহপরাণ মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে জিহাদ হোসেইন, দপ্তর সম্পাদকে আবদুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদকে জান্নাতুল আদন, ছাত্রীকল্যাণ সম্পাদকে নাহিমা আক্তার, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদকে জান্নাতুল ফেরদাউস, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংম্পাদকে মাহবুবুর রহমান, গবেষণা ও উন্নয়ন সম্পাদকে তানভীর আঞ্জুম, সমাজসেবা ও পরিবেশ সম্পাদকে তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদকে আফনান হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদকে মেহেদি হাসান, যোগাযোগ ও আবাসন সম্পাদকে ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন সম্পাদকে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদকে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকে মাসুম বিল্লাহ। এ ছাড়া আছেন নির্বাহী সদস্যপদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি ও সোহানুর রহমান, আদনান শরিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির
চূড়ান্ত ফল ঘোষণা / রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির