মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ। এর আগে গত ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন- ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’ এর আগে গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেইক, মিথ্যা, পক্ষপাতমূলক, অপপ্রচারমূলক, কুৎসা ও মানহানিকর কনটেন্ট (যেমন, এডিট ভিডিও, অডিও, বানোয়াট খবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। এমনকি প্রার্থী ও দলীয় নেতাদের চেহারা বিকৃত করে কোনো প্রচার চালানো যাবে না। কেউ এসব কার্যক্রম করলে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে। এমন নতুন বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির
চূড়ান্ত ফল ঘোষণা / রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির