মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শ্রীলীলা এবার বলিউডে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ এএম

অনলাইন ডেস্ক : ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। দর্শকের মনে সংশয় ছিল, সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে তিনি মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গিয়েছেন শ্রীলীলা।

সামাজিক যোগযোগ মাধ্যম খুললেই শুধু তাঁরই ভিডিও। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শক। তাই শ্রীলীলার উপরে ছিল প্রত্যাশার বোঝা। তবে ‘আইটেম সং’-এ তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছে দর্শক।

সেই মতোই এ বার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। তার মধ্যে প্রথমেই উঠে আসছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম। তালিকায় রয়েছে আরও বেশ কিছু প্রযোজনা সংস্থার নাম।

বলিউডে তাঁর বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে, জানিয়েছেন এক সূত্র। তাঁর কথায়, “পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ দেখতে লাগে। পর্দায় কার্তিকের সঙ্গে ওঁর জুটি খুবই ভাল লাগবে। একেবারে আনকোরা জুটি। যদিও এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দু’জনকে এক পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।”

অন্যদিকে, কার্তিক যে আগামীতে কর্ণ জোহরের সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতিমধ্যেই। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস।

‘দোস্তানা ২’ নিয়ে কর্ণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও, হঠাৎই এই ছবি থেকে বেরিয়ে যান কার্তিক। সেই ঘটনার পরে ফের একসঙ্গে কর্ণ ও কার্তিক। তাই ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এ বার দেখার, এই ছবিতেই কি কার্তিকের বিপরীতে ‘কিসিক’ কন্যা শ্রীলীলাকে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট