মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টনক নড়েছে টাবুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রী টাবুর। নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটা বোধ হয় ঘুণাক্ষরেও বুঝতেই পারেননি এই বলিউড অভিনেত্রী।

২০২৪ সালে অভিনেত্রী ক্রিউ ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু বিয়েতে বিশ্বাসী কি না?

টাবুর এই বক্তব্য হঠাৎ আবারও ভাইরাল। যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি। পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে।

নেটিজেনদের নানারকম কটূক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এরকম কোনও কথা বলেননি।

এখানেই শেষ নয়, টাবু মনে করছেন- তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে।

টাবুরে দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যমে সেটা বিকৃত করে প্রচার করা হয়েছে। যার জেরে ভুগতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট