মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক সিনেমা মাইকেল মুক্তির তারিখ ছিল ২০২৫ সালের ১৮ এপ্রিল। এবার এই তারিখ বদলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাইকেল বায়োপিক আসবে ২০২৫ সালের ৩ অক্টোবর। প্রায় ৬ মাস এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে গেছে।

ছবিটিতে মাইকেল জ্যাকসন চরিত্রে অভিনয় করেছেন জাফার জ্যাকসন, যিনি মাইকেলের আপন ভাগ্নে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার এবং কোলম্যান ডমিঙ্গো। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ন ফুকুয়া এবং এর চিত্রনাট্য লিখেছেন জন লোগান।

প্রযোজক হিসেবে আছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা এবং জন ম্যাকক্লেইন। অ্যান্টোয়ন ফুকুয়া বলেন, মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।

এই সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের ৩০টি গান অন্তর্ভুক্ত করবে এবং এর দৈর্ঘ্যও বেশ দীর্ঘ হবে। পরিচালক চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরি পর্দায় তুলে ধরতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট