
		‘চাচা, হেনা কোথায়?’ চাচার উত্তর হেনারতো বিয়ে হয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ এটি। এ নিয়ে এখনও ট্রল হচ্ছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছেন বাপ্পারাজ। দুজনের দেখাও হয়েছে। তবে তা সিনেমার পর্দায় নয়। একেবারে বাস্তবে। তাদের দুজনের দেখা হয়েছে টাঙ্গাইলে।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা নাঈম তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সোখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ মিডিয়া পাড়ার অনেকেই। এ সময় নাঈমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ।
ভিডিওতে দেখা গেছে একটি সাদা কালো রঙের গাড়ি ড্রাইভ করে আসছেন বাপ্পারাজ। এ সময় তিনি গাড়ি থেকে নেমে নাইমের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন ‘নাঈম ভাই হেনা কোথায়? তখন নাঈম উত্তরে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরী করে ফেলেছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে’। বাপ্পারাজ চিৎকার করে বলে না আমি বিশ্বাস করি না...। এ সময় বাপ্পারাজকে পিঠ চাপড়ে শান্তনা দিতে দেখা যায় নাঈমকে। তখন সঙ্গে থাকা অন্য অতিথিদের ‘প্রেমের সমাধি ছেড়ে...’ গানটি গাইতে শোনা য়ায়। সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের চোখের কোনে ঝড়ে আনন্দ অশ্রু। এরপর চলে নানা রসিকতা। দুপুরে চলে খাওয়া দাওয়া পর্ব।
১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমাটি। আর সিনেমার সংলাপ ছিল চাচা হেনা কোথায়। এতে অভিনয় করেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ।
সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন চিৎকার করে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’
এই ছবিতে আরো অভিনয় করেন নায়ক অমিত হাসান। সিনেমাটি পরিচালনা করেন ইফতেখার জাহান। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।
দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করে বিভিন্নভাবে মজা করেছেন এবং ফানি ক্লিপও বানিয়েছেন।
মন্তব্য করুন