বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মেহজাবীন-রাজীবের বিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

অনলাইন ডেস্ক: বহুদিন ধরে প্রেমের গুঞ্জন! তবুও প্রেমিক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারকা মেহজাবীন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ের ছবি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ৯ এপ্রিল, ২০১২। একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সাথে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি অংশ ওই মানুষটি তার সঙ্গে নিয়ে যাচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, এই সেই মানুষ, যাকে আমি খুঁজছি।

তিনি পোস্টে আরও লিখেছেন, ১৪ ফেব্রুয়ারি ২০২৫। আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম। সেই সাথে, হাতে হাত রেখে জীবন পার করার প্রতিশ্রুতি দিলাম দু’জন- দু’জনকে। আদনান আল রাজীব- আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।

জীবনের এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা সবার ভালোবাসা এবং দোয়া কামনা করছি যাতে আমরা আজীবন সুখে থাকতে পারি; একসঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার