
		অনলঅইন ডেস্ক : প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে অনন্যা রুমার নিমর্তি দুটি ডকুফিল্ম আজ প্রদর্শিত হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আঁলিয়স ফ্রঁসেজে প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ, আলোচিত্র শিল্পী নাসির আলী মামুন, খ ম হারুণ-অধ্যক্ষ পাঠশালা, অভিনেতা কেরামত মওলা, ভাস্কর হামিদুজ্জামান খান, চিত্রশিল্পী আইভি জামান, শহীদ কবির। অনুষ্ঠানে শিল্পী অতিথিগণ ফিল্মের নানা দিক উল্লেখ করে কথা বলবেন।
উল্লেখ্য, চ্যানেল আইয়ের সাথে দুই যুগ ধরে কাজ করছেন অনন্যা রুমা। ক্যারিরারের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েয়ই এ অসম্ভব কাজকে সম্ভব করতে সাহস পেয়েছেন। তাই ধারাবাহিকতায় প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে দুটি ডকুফিল্ম নির্মাণ করেছেন অনন্যা রুমা। শিল্পী মনিরুল ইসলামকে নিয়ে তথ্যচিত্রটির নাম দেয়া হয়েছে-Monir: Tale of two countries.
নভেরা আহমেদকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির নাম দেয়া হয়েছে-NOVERAএ ডকুফিল্মটি প্যারিসে নির্মিত। নভেরা আহমেদ এবং তার স্বামী গ্রেগয়ার দ্য ব্রুনস-এর সাক্ষাৎকার এবং নভেরা আহমেদের জীবনের শেষ বেলার দৃশ্য দিয়ে সাজানো হয়েছে।
শিল্পী মনিরুল ইসলাম বাংলাদেশের জামালপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়। চিত্রশিল্পী মনিরুল ইসলাম ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলার পাঠ শেষে এখানেই শিক্ষকতা শুরু করেন ১৯৬৬ সালে। এরপর ১৯৬৯ সালে স্পেন সরকারের বৃত্তি নিয়ে সেদেশে যান উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য। এরপর থেকে স্পেনেই স্থায়ীভাবে বাস করে শিল্পচর্চা করছেন। স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বহু একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তিনি স্পেন ও মিসরে বেশ কয়েকটি আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বিচারক হিসেবে কাজ করেছেন। ১৯৯৭ সালে তিনি স্পেনের রাষ্ট্রীয় পদক পান। ২০১০ সালে তিনি ভূষিত হন স্পেনের মর্যাদাপূর্ণ সম্মাননা দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলায়। আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি তিনি ১৯৯৯ সালে একুশে পদক, শিল্পকলা একাডেমি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা অর্জন করেন।
অন্যদিকে নভেরা আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ভাস্কর। তিনি শহীদ মিনারের নকশাকার। নভেরার জন্ম বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ২৯ মার্চ, ১৯৩৯ সালে। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন।
১৯৪৭ সালে কলকাতা থেকে কুমিল্লায় চলে আসেন এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাদের পরিবার আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন। এরপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। পরবর্তীতে আইন শিক্ষার জন্য তাকে বাড়ি থেকে লন্ডনে পাঠানো হয় ১৯৫০ সালে। ১৯৫১ সালে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। সেখানে পাঁচ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পর ১৯৫৫ সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন।
অনন্যা রুমা আলেন, ডকু ফিল্মটি ধারণ করা করা হয় ২০২৫ সালের ৫ জানুয়ারি। নভেরা আহমেদ-এর অপ্রদর্শিত অংশটি তার মৃত্যুর কিছুদিন আগে ভিভিয়াম ভাগ নামের নির্মাতার ধারণকৃত।
মন্তব্য করুন