
		বিনোদন ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান চলতি বছরের ১৪ মার্চ ৬০ বছরে পা দেবেন। এ উপলক্ষে আয়োজন করা হবে একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের।
অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রমে বলিউডে প্রথম ১০০ কোটি আয় করা সিনেমার মালিক এই ‘গজিনি’ তারকা। ১৪ মার্চ এ অভিনেতার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ সিনেমা উৎসবের আয়োজন করছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
এ উপলক্ষে আমিরের পাঁচটি দর্শকপ্রিয় সিনেমা ফের বড় পর্দায় হাজির করছে তাঁরা।
বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি। তিনি জানান, আমিরের জন্মদিন (১৪ মার্চ) থেকে তাঁদের প্রেক্ষাগৃহগুলোতে চলবে ‘লাগান’ (২০০১), ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘রঙ দে বাসন্তী’ (২০০৬), ‘তারে জামিন পর’ (২০০৭) ও ‘পিকে’ (২০১৪)।
উৎসবের অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে আমির খান অভিনীত সিনেমা প্রদর্শিত হবে। এই উৎসবে তার আইকনিক সিনেমাগুলি প্রদর্শিত হবে।
আমির খানকে শেষবার দেখা গিয়েছিলো ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।
মন্তব্য করুন