মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১৫০ কোটির ছবি সিকান্দার ফ্লপ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৬ এএম

অনলাইন ডেস্ক : এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ফিরেছেন বলিউড ভাইজান। কিন্তু ‘সিকান্দার’ তাঁকে ফেরাতে পারেনি আগের অবস্থানে। এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি।

মুক্তির মাত্র চারদিন পার হলেও ‘সিকান্দার’ সিনেমার আয় টপকাতে পারেনি ১০ কোটি! মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল ‘সিকান্দার’! সাচনিল্কের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত সিনেমাটির মোট আয় পৌঁছে গেছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।

ঈদের ঠিক আগের দিন গক রোববার (৩০ মার্চ) বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্বেও এই সিনেমা সালমানের বাকি সিনেমার মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা।

কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমেছে।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট