মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কান উৎসবে বিশেষ স্বীকৃতি পেলো ‘আলী’ চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৪৩ পিএম

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ ছবি হিসেবে স্বীকৃতি পেলো আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। শনিবার সন্ধ্যায় উৎসবের প্রাণকেন্দ্র ‘পালে দে’ ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের ‘স্পেশাল মেনশন’ স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে আনুষ্ঠানিকভাবে আলীর নাম ঘোষণা করেন। এ সময় অতিথি সারিতে বসে থাকা আলীর নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে জানান।

এদিকে, কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটাই। সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এ ছবির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করেন যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো সে নারীকণ্ঠেও গাইতে পারে।

‘আলী’র নির্মাণ প্রসঙ্গে পরিচালক আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন শুটিং করেন।

অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’। ইরান, ফ্রান্স ও লুক্সেমবার্গের যৌথ প্রযোজনার ছবি এটি।

কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে দক্ষিণ ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রদর্শনী ব্যাহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট