
		জাতীয় বাজেটে সাংস্কৃতিকখাতে ২ পার্সেন্ট বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ। বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় নাট্যশালায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের নেতারা ২০০৫ সালের ১৫ দফা সাংস্কৃতিক প্রস্তাবনা উত্থাপন করেন। যা আজও বাস্তবায়িত হয়নি। সংগঠনটির দাবি, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি, বিভাগীয় ও জেলা পর্যায়ে সংস্কৃতি কেন্দ্র, শিল্পী কল্যাণ ট্রাস্ট কার্যকর করা, আন্তর্জাতিক উৎসব আয়োজন, সম্মানী বৃদ্ধি ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে রেয়াতি সুবিধা প্রদান নিশ্চিত করা।
এ সময় তারা বলেন, সংস্কৃতির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানানো হয়, ২০২৫-২৬ বাজেটে সাংস্কৃতিক উন্নয়নে কমপক্ষে ২ পার্সেন্ট বরাদ্দ রাখার।
গণঅভ্যুত্থান পরবর্তী এই সম্ভাবনাময় সময়ে সাংস্কৃতিক বিকাশে রাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সংস্কৃতিকে অবহেলা করে উন্নত ও মানবিক জাতি গঠন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, প্রবীণ চলচ্চিত্র অভিনতা ও সংগঠক আব্দুল আজিজ, খন্দকার আনোয়ারুল ইসলামসহ অন্যান্য সংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন