মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদ আয়োজনে বৈশাখী টিভির চমক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:০৫ পিএম

দর্শকদের বাড়তি আনন্দ দিতে প্রতিবারের মত এবারেও ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। সাত দিনের বিশেষ ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টিভি কর্তৃপক্ষ। বিশেষ করে ঈদের দিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে চমক। এদিন দর্শকদের জন্য থাকছে বিশেষ একাধিক আয়োজন। এ আয়োজনগুলোর মধ্যে রয়েছে ‘পাপেট ড্রামা’, সিনেমার গানের অনুষ্ঠান এবং দেশবরেণ্য নির্মাতা এফ আই মানিকের জনপ্রিয় সিনেমা প্রভৃতি।

পাপেট ড্রামা ‘গল্পের দেশে’: ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে বিশেষ পাপেট ড্রামা ‘গল্পের দেশে-রংধনু পর্ব’। লিটু সোলায়মানের চিত্রনাট্য ও পরিচালনায় পাপেট ড্রামাটি নির্মাণ করা হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা লিটু সোলায়মান বলেন, পাপেট ড্রামা তৈরির মূল লক্ষ্য হচ্ছে-শিক্ষামূলক সংলাপ ও ফ্যান্টাসি ধরণের গল্পের মাধ্যমে শিশুদের নৈতিক মনোবিকাশের উদ্দেশ্যে নান্দনিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আমি বিশ্বাস করি ড্রামাটি সব শিশুর ভালো লাগবে।

নাটকের গল্পে দেখা যাবে-জিনিয়া নামের পাঁচ বছরের একটি মেয়ে দোকান থেকে রুটি কিনে বাড়ি ফিরছিল। পথে একটি কুকুর তার রুটি নিয়ে দৌঁড় দিলে জিনিয়া তার পিছনে দৌঁড়াতে দৌঁড়াতে এক অদ্ভুত বাগানে চলে আসে এবং বুঝতে পারে সে বাড়ির পথ হারিয়ে ফেলেছে। জিনিয়া কাঁদতে থাকলে এক সুদর্শনা বুড়ি জিনিয়ার কান্না থামিয়ে তার বাগান থেকে একটি রংধনু ফুল দেয়। এই রংধনু ফুলের সাতটি পাপড়ি একেকটি ইচ্ছে পূরণ করে। রংধনু ফুলের একটি পাপড়ি উড়িয়ে যা ইচ্ছা করা হয় তাই পূরণ হয়ে যায়। এ নিয়েই ঘটে চলে নানা মজার ঘটনা।

‘শুধু সিনেমার গান’ : ঈদুল আযহাসহ সারাবছর মুক্তি পাওয়া সিনেমার জনপ্রিয় ও আলোচিত গান নিয়ে সাজানো হয়েছে ঈদের ৭ দিনের অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। এসব সিনেমার মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘কর্মফল’, ‘নাদান’, ‘বরবাদ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ অন্যতম। নিকোলাস হীরার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আসিন জাহান। অনুষ্ঠানটি ঈদের দিন ৭ দিন বেলা ১টা থেকে বৈশাখী টিভিতে প্রচার হবে।

ঈদে এফ আই মানিকের ৬ সিনেমা: সাত দিনের ঈদ অনুষ্ঠানমালায় এফ আই মানিক পরিচালিত ৬টি সিনেমা প্রচার হবে। প্রতিদিন বেলা ২-৩০ মিনিটে এ সিনেমাগুলো প্রচার করবে বৈশাখী টিভি। ঈদের দিন প্রচার হবে ‘দাদীমা’। এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল প্রমুখ।

দ্বিতীয় দিন ‘পিতা মাতার আমানত’। এতে অভিনয় করেছেন মান্না, অপু পূর্ণিমা, অপু বিশ্বাস, রাজ্জাক, কবরী, মিশা সওদাগর প্রমুখ।

তৃতীয় দিন প্রচার হবে সিনেমা ‘পিতার আসন’। এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল,নিপুন, রাজ্জাক প্রমুখ।

পঞ্চম দিন দেখানো হবে সিনেমা সৌভাগ্য’। এ সিনেমায় অভিনয় করেছেন-মৌসুমী, ডিপজল, কাজী মারুফ, তমা মির্জা, আলীরাজ, কাজী হায়াৎ, মিজু আহমেদ প্রমুখ।

ষষ্ঠ দিন দেখানো হবে ‘যদি বউ সাজগো’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।

সপ্তম দিন থাকছে ‘দুই বধূ এক স্বামী’। এ সিনেমায় অভিনয় করেছেন- মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ।

সবমিলিয়ে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানগুলো দর্শকদের বাড়তি আনন্দ দেবে এমনটাই আশা চ্যানেল সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট