
		কর ফাঁকি বা বকেয়া কর পরিশোধ না করায় জনপ্রিয় তারকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরে গত ১৫ জুন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তাদের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রতিটি ব্যক্তির নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), পাসপোর্ট নম্বর এবং বকেয়া করের পরিমাণ উল্লেখ করা হয়েছে।
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়ক বাপ্পারাজ, আহমেদ শরীফ, সাব্বির হোসেন বাপ্পি, শবনম পারভীন, নুসরাত ইমরোজ তিশা, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসানসহ আরও অনেকে।
কর ফাঁকির অঙ্ক সর্বনিম্ন ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা পর্যন্ত।
এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, বারবার তাগাদা দেওয়ার পরও তারা কর পরিশোধ করেননি। চলতি অর্থবছরের শেষ দিকে এনবিআর এমন উদ্যোগ নিয়েছে। কর পরিশোধ করা হলে নিয়ম অনুযায়ী ব্যাংক হিসাব আবার চালু করে দেওয়া হবে।
তালিকাভুক্ত অনেক তারকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে নৃত্যশিল্পী ও নৃত্তাঞ্চলের প্রতিষ্ঠাতা শিবলী মোহাম্মদ বলেন, “২০১৩ ও ১৪ সালের কিছু কর বাকি ছিল, যা আমি কিস্তিতে পরিশোধ করছি। ২০২৪ ও ২৫ অর্থবছরের করও পরিশোধ করেছি। এরপরও আমার প্রতিষ্ঠানের নাম তালিকায় কীভাবে এলো, বুঝতে পারছি না।”
এ ঘটনায় শোবিজ অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই এনবিআরের এমন পদক্ষেপকে ‘হঠাৎ ও কঠোর’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন, এটা তারকাদের কর ব্যবস্থাপনার প্রতি আরও দায়িত্ববান হওয়ার বার্তা।
মন্তব্য করুন