
		
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন। কদিন আগেই জেল-আদালতের মুখোমুখতি হতে হয়েছিল তাকে। তখন অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন এই নায়িকা।
এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।
ভাইরাল সেই ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকে। কার্লি চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর।
শায়লা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’
প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে নুসরাতের ক্যারিয়ার শুরু। এরপর ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।
মন্তব্য করুন