মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জামিন পেলেন আলোচিত-বিতর্কিত গায়ক নোবেল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৩৭ পিএম

জামিন পাবার কারণে আবারো সংবাদ শিরোনাম হলেন আলোচিত বিতর্কিত গায়ক নোবেল। কারাগারে বসে বাদীকে বিয়ে করার পর জামিন পান তিনি। ২৪ জুন মঙ্গলবার ঢাকা মহানগর আদালত এক হাজার টাকা মুচলেকায় আজ এ আদেশ দিয়েছেন।

গত ১৯ মে ইডেন মহিলা কলেজের যে তরুণী ধর্ষণ,নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন,দুই পরিবারের আপোষ মীমাংসার পর ঠিক এক মাস পরে ঐ তরুণী দশ লাখ টাকা দেনমোহরে নোবেলকে কারাগারেই বিয়ে করেছিলেন। পাঁচ দিন পরে তাই জামিন মিললো। নোবেলের পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মাদ মনির উদ্দীন।

ফেসবুকে ঐ মেয়েকে নির্যাতন ও টেনে-হিঁচড়ে নামানোর ভিডিও এবং বৈশাখী টেলিভিশনের সাথে নোবেলের কল রেকর্ড ভাইরাল হয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছিল ডেমরায় নিজের স্টুডিও দেখানোর কথা বলে নোবেল তাকে আটকে রাখেন, মোবাইল ও টাকা কেড়ে নেন। এরপর ধর্ষণ করেন। এসব ভিডিও করে রাখা হয়েছিল

সংবাদ শিারোনাম হওয়া,মামলা বা গ্রেফতার নোবেলের জন্য নতুন নয়। মাদকাসক্তি ও স্ত্রী নির্যাতনের দায়ে আগেও এমন হয়েছিল। অগ্রিম টাকা নিয়ে গাইতে না যাওয়ায় ২০২৩ এর মে মাসে সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি নোবেলের বিরুদ্ধে মতিঝিল খানায় মামলা করেছিলেন।

এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রী কলেজের পঞ্চাশ বছরপূর্তি অনুষ্ঠানে মদ্যপ হয়ে গান গাওয়া এবং অসংলগ্ন আচরণের কারণে শ্রোতা দর্শকরা পানির বোতল ছুঁড়ে মারায় হট্টগোল শুরু হলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট