
		ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চট্টগ্রামের মেয়ে উর্মিলা শ্রাবন্তী কর এখন কোথায়? প্রয়াত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর এবং মিসেস তৃপ্তী করের তিন সন্তানের মধ্যে সবার ছোট উর্মিলা। ২০২৪ সালের শেষের দিকে, উর্মিলা শ্রাবন্তী কর হঠাৎ করেই আলোচনায় আসেন।
জানা যায়, তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও গ্রেফতারকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান-এর সঙ্গে নিউমার্কেট থানা হাজতে দেখা করতে গিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে এই খবরটি জানিয়েছিলেন। এই ঘটনার পর জিয়াউল আহসানের অবৈধ ব্যবসার সঙ্গে উর্মিলার জড়িত থাকার অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকে উর্মিলা শ্রাবন্তী কর আত্মগোপনে রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ আছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। "আলো আসবেই" নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করার কারণে তিনি ও অভিনেতা সাজু খাদেম অভিনয় শিল্পী সংঘের শোকজও পান।
কিছুদিন আগে উর্মিলা শ্রাবন্তী কর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২০১৯ সালের শেষের দিকে 'ফ্রম বাংলাদেশ' শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমও কিনেছিলেন। একটি বিউটি পার্লার (বর্তমানে 'গ্লোম্যাক্স' নামে পরিচিত) এর স্বত্বাধিকারী তিনি। একসময় নিয়মিত অভিনয় করলেও এখন আর কোথাও দেখা যাচ্ছে না তাকে। তাই অনেকের মনেই এখন প্রশ্ন এখন কোথায় উর্মিলা?
মন্তব্য করুন