
		সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার সংসার ভাঙ্গা ও নতুন প্রেমের ঘটনা এতদিন ছিল গুজব বা আড়ালের গল্প। কিন্ত ২৫ জুন কনা নিজেই তার পেইজে তাদের বিবাহ বিচ্ছেদের খবর জানান। রাত এগারটার দিকে তার এই ঘোষণা চাউর হয় যেখানে তিনি লিখেছেন ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম,মৃত্যু,বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্খী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন পত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি।
গত কয়েক দিন ধরে শুভ নামের এক গীটারিস্টের সাথে কনার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যদিও শুভ বিবাহিত এবং অ্যামেরিকায় থাকছেন এখন। অন্যদিকে কনার সাবেক স্বমী গোলাম ইফতেখার গহীন প্রকাশিত সংবাদের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে নিজের এফবি অ্যাকাউন্টে লিখেন-‘আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুজনই সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয় নি। আল্লাহ মাফ করুন যদি আমাদের আলাদা হতে হয় তার কারণ তার কারণ আমাদের বহুদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে। কোনো পরকীয়া বা এই ধরনের যত সব নোংরা মিথ্যা বানোয়াট কোনো সংবাদ যদি প্রকাশ করেন তাহলে আমি সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো।’
কনার সাবেক স্বামী ইফতেখার গহীনের এই ঘোষণায় অনেকেই নড়ে চড়ে বসেন। কিন্তু কনা তার সিদ্ধান্ত থেকে সরে আসেন নি। গহীন পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই সেটা সরিয়ে ফেলেন। যদিও কনা তার পেইজে আরও লিখেছিলেন-‘এটি আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেিেছ।আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো।’
কনা শান্তি ও সম্মানের সাথে যেন থাকতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাত বছর প্রেম করার পর কনা ও গহীন বিয়ে করেছিলেন ২০১৯ সালের এপ্রিলে। তাদের সংসারভাঙ্গার খবরে কনা বা গহীন কারো সাথে যোগাযোগ করে সাড়া মেলে নি। গহীনের স্ট্যাটাস এবং সেটা সরিয়ে নেয়াকে বিচ্ছেদ হিসেবেই ধরে নিচ্ছেন অনেকে। কনার প্রেমিক খ্যাত শুভও রয়ে গেছেন আড়ালে।
মন্তব্য করুন