
		২০২৫ সালের কোরবানী ঈদে তিনটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। এর আগে কোনো ঈদ বা পার্বনের আগে তার তিন ছবি মুক্তি পায় নি।ছবি তিনটি হচ্ছে ‘তান্ডব’,‘উৎসব’ এবং জয়া আর শারমীন।
‘তান্ডব’ ছবিতে তাঁকে দেখা গেছে এক সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিকের ভুমিকায়, যিনি রাজনীতির কালো ছায়ায় ঝুঁকি নিয়ে সত্য উদঘাটন করেন। এ চরিত্রে তাঁর চোখে মুখে দৃঢ়তা ও প্রতিবাদের অভিব্যক্তি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, ‘উৎসব’ ছবিতে তিনি ’Ghost of present'-গল্প মনে করিয়ে দেয়া এক প্রতীকী ভুমিকায় আসেন, যেখানে তিনি সমাজে ব্যক্তির আত্মকেন্দ্রিকতা ও আত্মচিন্তার সংকট তুলে ধরেন। গল্প মনে করিয়ে দেয়া ভুত চরিত্রটা যেমন বিমূর্ত ছিল, ছিল ব্যতিক্রমী এক অভিনয়শৈলী।
তৃতীয়ত, ‘জয়া আর শারমীন’একটি ওটিটি প্রজেক্টের (যা ঈদে মুক্তি পায়)ছবি যেথানে তিনি অভিনয় করেন এক হতাশাগ্রস্থ শিল্পীর চরিত্রে, যিনি প্রেম, একাকীত্ব আর সৃষ্টির টানাপোড়েনে ভুগছেন। খানিক অস্থিরতা আর হতাশা মাখা এই চরিত্রেও তিনি ভালো অভিনয় করেছেন।
তিন ছবির তিন চরিত্রই ছিল আলাদা,সবখানেই জয়া তুলে ধরেছেন একজন শক্তিশালী, ভাবনাপ্রবণ নারীর প্রতিচ্ছবি। এবারের ঈদ ছিল তাঁর জন্য অভিনয় জীবনের অন্যতম সাফল্যের বছর। সমালোচকরা বলছেন, “এই ঈদে জয়া নিজেকেই হারিয়ে ফেলেছেন জয়ায়!”
খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে তার আরও একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।
মন্তব্য করুন