মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবারো আলোচনায় ‘শোলে’ এবং এদেশের ‘দোস্ত দুশমন’!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

‘ডিরেক্টরস কাট’ নিয়ে বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’ এবার মুক্তি পাচ্ছে নতুন এক সংস্করণে। সিনেমাটির ২০৪ মিনিটের মূল রূপে রাখা হয়েছে সেই দৃশ্য, যা সেন্সরের কারণে এতদিন বাদ ছিল। শোলে ছবিতে আমরা যা দেখেছি তাতে পুলিশ অফিসার ঠাকুর গাব্বার সিংকে মেরে ফেলার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সেন্সর বোর্ডের কারণে এমনটি করা হয়েছিল। এই নতুন সংস্করণে ঠাকুরের গাব্বার সিংকে হত্যা করার দৃশ্যসহ বেশ কিছু সংলাপ ও ক্যামেরা ফুটেজ পুনরুদ্ধার ও সংযোজন করা হয়েছে। সিনেমাটির পুনর্মুক্তি উপলক্ষে ভারতীয় সেরা সিনেমা হিসেবে একে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

শোলে এখন শুধু সিনেমা নয়, ভারতের ছবি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। “শোলে” বিশ্বের অষ্টম আশ্চর্য,’ বলেছেন এই ছবির অভিনেতা ধর্মেন্দ্র। তিনি আরো বলছেন, এটি ছিল তার জীবনের স্মরণীয় একটি কাজ। অন্যদিকে অমিতাভ বচ্চন বলেছেন, ‘এই সিনেমা শুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে, তবে এটা আমার জীবনের এক স্মরণীয় সময় ছিল।’ শিবেন্দ্র সিং দুংগারপুর জানান,সেই সময় সেন্সর বোর্ডের আপত্তিতে সিনেমার সমাপ্তি বদলে দেওয়া হয়। ২০২২ সালে পরিচালক রমেশ সিপ্পির পুত্র হেমন্ত সিপ্পি হেরিটেজ ফাউন্ডেশনের মাধ্যমে শোলে ছবিতে ব্যবহৃত মূল ক্যামেরা ও রিল উদ্ধার করেন। ক্যামেরার রিলে থাকা নতুন কিছু দৃশ্য এবার প্রথমবারের মতো দর্শকের সামনে আসছে। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, এই রূপেই শোলে ছিল সম্পূর্ণ। শুরুতে প্রশংসা না পেলেও আজ ‘শোলে’ ইতিহাস গড়া একটি সিনেমা। এই সংস্করণে থাকছে সম্পূর্ণ অ্যাকশন, সংলাপ ও আবেগের আসল ছোঁয়া। শোলে এবার তার প্রকৃত রূপে বিশ্ব দর্শকের সামনে আসছে।

বাংলাদেশে ‘শোলে’ ছবির অনুকরণে নির্মিত হয়েছিল ‘দোস্ত দুশমন’। মানুষ বলতো শোলে ছবির কার্বণ কপি! এই ছবির গান-‘চুমকী চলেছে একা পথে’ আজও সমান জনপ্রিয়। বাংলাদেশে ‘দোস্ত দুশমন’ ছবির পরিচালক ছিলেন দেওয়ান নজরুল। তিনি হয়তো জানতেন না এই ঘটনা। জানলে তিনিও হয়তো শেষ দৃশ্য অন্যরকম করতেন যা পরে ডিরেক্টরস কাট হিসেবে মুক্তি দেয়া যেত। দোস্ত দুশমন ছবিতে গাব্বার সিংয়ের নাম ছিল গাফফার এবং অভিনয় করেছিলেন জসিম। শোলের ধর্মেন্দ্র ও অমিতাভের মতো দোস্ত দুশমনে অভিনয় তরেছিলেন ওয়াসিম ও সোহেল রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট