মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাশিয়া ও স্পেনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী ‘মাস্তুল’।

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২১ তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত সিনেমা ‘মাস্তুল’। ছবির পরিচালক নুরুজ্জামান জানিয়েছেন- রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ প্রদর্শিত হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসব থেকে সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গত মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এবার কাজান থেকে আমন্ত্রণ পাওয়াটা নিঃসন্দেহে পুরো ‘মাস্তুল’ টিমের জন্য বিশেষ অনুপ্রেরণা। বাংলাদেশ ছাড়াও রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার ছবি কাজান উৎসবে প্রদর্শিত হবে। ২১ তম এই উৎসবে রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০ টি চলচ্চিত্র নির্বাচন করেছে, সেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।এই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল। আগামী সেপ্টেম্বরে স্পেনের ‘ইমাজিন ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরেও ‘সেরা মানবিক সিনেমার’ মনোনয়ন পেয়েছে মাস্তুল। পরিচালক নুরুজ্জামান আরো জানিয়েছেন তার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। তাই বন্দর,জাহাজী বা জলে ভাসমান মানুষদের জীবন নিয়েই বানিয়েছেন ছবিটি। ছবিতে ফজলুর রহমান বাবু,দীপক সুমন,আমিনুর রহমান মুকুল,সিকদার মুকিত সহ আরো অনেকেই অভিনয় করেছেন। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর আগে ‘আম কাঠালের ছুুটি’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন নুরুজ্জামান। ছবিটি আগামী আগস্টে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে তাদের। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে ইতোমধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট