মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
১২টি পূর্ণদৈর্ঘ্য-২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 

 ৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:৩৫ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিবছর বিশেষ অংকের অর্থ অনুদান হিসেবে দেয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার ৩২টি চলচ্চিত্র ৯ কোটি টাকা অনুদান দেয়া হচ্ছে। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য মঙ্গলবার রাতে এসব চলচ্চিত্রকে এ অনুদান দেয়ার সিদ্ধান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সুত্র জানায় এবার প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৭৫ লাখ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকারীকে ২০ লাখ টাকা অনুদান দেয়া হবে। সরকারি পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ অনুদান দেয়া হচ্ছে।

যেসব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে : শিশুতোষ শাখায় জগন্ময় পালের প্রযোজনায় 'রবিনহুডের আশ্চর্য অভিযান'। প্রামাণ্যচিত্র শাখায় লাবিব নামজুছ ছাকিবের প্রযোজনায় 'মায়ের ডাক'। রাজনৈতিক ইতিহাস (আবহমান বাংলার সকল রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব- যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তনের নিয়ামক) শাখায় মাহমুদুল ইসলামের 'জুলাই'।

সাংস্কৃতিক ইতিহাস (বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত) শাখায় হাসান আহম্মেদ সানির প্রযোজনায় 'রুহের কাফেলা'। সাধারণ শাখায় সিংখানু মারমার প্রযোজনায় 'পরোটার স্বাদ', সৈয়দ সালেহ আহমেদ সোবহানের প্রযোজনায় 'খোঁয়ারি', এম আলভী আহমেদের প্রযোজনায় 'জীবন অপেরা', গোলাম সোহরাব দোদুলের প্রযোজনায় 'জলযুদ্ধ', মুশফিকুর রহমানের প্রযোজনায় 'কবির মুখ The Time Keeper', আনুশেহ আনাদিলের প্রযোজনায় 'কফিনের ডানা', মোছা. সাহিবা মাহবুবের প্রযোজনায় 'নওয়াব ফুজুন্নেসা', সুজন মাহমুদের প্রযোজনায় 'জুঁই'।

যেসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে : শিশুতোষ শাখায় মাহবুব আলমের প্রযোজনায় 'মন্দ-ভালো'। প্রামাণ্যচিত্র শাখায় সাব্বিরের প্রযোজনায় 'ফেলানী', তাফজিরা রহমান সামিয়ার প্রযোজনায় 'ঝুঁকির মাত্রা' এবং জাহিদ হাসানের প্রযোজনায় 'জীবনের গান'। রাজনৈতিক ইতিহাস শ্রী অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় 'হু হ্যাজ মেইড আস ফ্লাই', মোহাম্মদ সাইদুল আলম খানের 'ভরা বাদর' এবং সালমান নূরের '১২৩০'।

সাংস্কৃতিক ইতিহাস শাখায় শুভাশিস সিনহার প্রযোজনায় 'বৃন্দারাণীর আঙুল'। সাধারণ শাখায় সাদমান শাহরিয়ারের প্রযোজনায় 'একটি সিনেমার জন্য', মো. সাইদুল ইসলামের প্রযোজনায় 'দাফন', মোহাম্মদ ইফতেখার জাহান নয়নের প্রযোজনায় 'সাতীর', নোশিন নাওয়ারের প্রযোজনায় 'মাংস কম', সুমন আনোয়ারের প্রযোজনায় 'গগন', মো. আবিদ মল্লিকের প্রযোজনায় 'অতিথি', সালজার রহমানের প্রযোজনায় 'বোবা', সাদিয়া খালিদের প্রযোজনায় 'অদ্বৈত', মো. আরিফুর রহমানের প্রযোজনায় 'আশার আলো', মো. মনিরুজ্জামানের প্রযোজনায় 'গর্জনপুরের বাঘা'।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট