
		চলে গেলেন ‘সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে’ গানের শিল্পী জীনাত রেহানা। ০২ জুলাই বুধবার সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যবরণ করেন। শিল্পীর মেয়ে রেহনুমা কামাল জানিয়েছেন তার মা’কে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রধম নামাজে জানাযার পর বনানী কবরস্থানে দাফন করা হবে। জিনাত রেহানার স্বামী বিশ্টি টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দও করোনায় মারা গিয়েছেন ২০২০ এর ৩১ মে।
১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভ‚ক্ত শিল্পী হন। ১৯৬৮ সালে বাংলাদেশ বেতারের জন্যই ‘সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে’ গানটি রেকর্ড করা হয় যা পরবর্তীতে প্রচন্ড জনপ্রিয় হয়। এছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আমায় যদি ডাকো কাছে’‘আমি যার কথা ভাবছি মনে আনমনে,‘একটি ফুল আর একটি পাখি,বলতো কী নামে তোমায় ডাকি’ এবং ‘আমি কাকন দিয়ে ডেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে’।
১৯৬৫ সাল থেকেই জীনাত রেহানা তার গানের ক্যারিয়ার শুরু করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে নিয়ে লিখেছেন। সঙ্গীতশিল্পী তিমির নন্দী,গজল গায়ক মঞ্জুরুল ইসলাম খান সহ অনেকেই তার প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন