
		হলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তি না পেলেও সেন্সর বোর্ডে আটকে থাকা সাংবাদিক সাগর রুনীর ঘটনা নিয়ে রায়হান রাফির ছবি ‘অমীমাংসিত’ মুক্তির ছাড়পত্র পেয়েছে। অমীমাংসিত কবে এবং ওটিটি না সিনেমা কোন প্লাটফর্মে মুক্তি পাবে তা এখনও জানা যায় নি।
হলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত ফারুকীর ছবি মুক্তি না দেয়ার ব্যাপারে জানা গিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার ও তার সেন্সর বোর্ড ছবি মুক্তি দেয়ার অনুমতি দেয় নি। এরপর আওয়ামী সরকারের পতন,মোস্তফা সরয়ার ফারকীর সংস্কৃতি উপদেষ্টা হওয়া, সেন্সর বোর্ড নতুন করে গঠিত হবার পরও ‘শনিবার বিকেল’ কেন মুক্তি পায় নি বা মুক্তির প্রক্রিয়াধীন করা হয় নি সেটা এক রহস্য। এব্যাপারে ছবির পরিচালক উপদেষ্টা সাহেবও কোনো কিছু বলেন নি। অন্যদিকে ‘অমীমাংসিত’ ছবির ব্যাপারে আগের আমলে জানা গিয়েছিল যে সাংবাদিক সাগর রুনী হত্যাকান্ডের ঘটনার সাথে মিল থাকায় ছবি মুক্তির অনুমতি দেয়া হয় নি যদিও এখন ছবিটি মুক্তির ছাড়পত্র পেয়েছে। ২০২৩-২৪ সালে শুটিং হওয়া ‘অমীমাংসিত’ ছবির টিজার প্রকাশিত হয়েছিল গত বছরের ১২ ফেব্রæয়ারি। পরিচালক রায়হান রাফি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন-‘কে খুন করলো অর্নব আর নীরুকে? মুখোশধারী লোকগুলো কারা? এই অমিমাংসিক রহস্যের জট কী আদৌ খুলবে? এরপর ২৯ ফেব্রæয়ারি ওটিটি প্লাটফর্মে মুক্তির ঘোষণা দেয়া হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডে ছবি জমা দেয়ার নির্দেশ দিলে ব্যাপারটি আলোচনা আসে। প্রশ্ন ওঠে ওটিটি প্লাটফর্মের ছবি মুক্তির ব্যাপারে কেন সেন্সর বোর্ডের অনুমতি লাগবে? অবশ্য সেন্সর বোর্ড তখন জানিয়েছিল যে এই ছবি সাধারনের মাঝে প্রদর্শনের উপযোগি নয় যদিও তারা কোনো ঘটনার সাথে মিলের কথা তখন জানায় নি।
তবে কবে এবং কোন প্লাটফর্মে মুক্তি পাবে ‘অমীমাংসিত’ তা জানর জন্য অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। এই ছবিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন ্সহ আরো অনেকে। ‘শনিবার বিকেলে অভিনয় করেছেন মামুনুর রশীদ,সুসরাত ইমরোজ তিশা,জাহিদ হাসান,ইরেশ যাকের প্রমুখ।
মন্তব্য করুন