
		১৯৭১ সালের তিন জুলাই মাত্র সাতাশ বছর বয়সে ফ্রান্সে মারা যান কবি, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও গায়ক জিম মরিসন। পুরোনাম জেমস ডগলাস মরিসন যিনি জন্মেছিলেন ১৯৪৩ সালের আট ডিসেম্বর অ্যামেরিকার ফ্লোরিডায়।
তিনি বিখ্যাত রক ব্যান্ড ‘দি ডোরস’ এর প্রধান গায়ক ও গীতিকার ছিলেন। তাঁকে পশ্চিমা ধাঁচের রক ব্যান্ডগুলোর অন্যতম প্রধান গায়ক ও গীতিকার ভাবা হয়। ব্যান্ডের অ্যালবাম ও মিউজিক ভিডিও ছাড়াও তিনি একটি তথ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ‘দি ডোরস’ ব্যান্ডে তাঁর লেখা ও গাওয়া সাইকেডেলিক ও হার্ডরক ধাঁচের গানগুলো ধুন্দুমার জনপ্রিয় হয়েছিল এবং এখনও শ্রোতারা জিম মরিসনের গান শোনেন।
তাঁকে ফ্রান্সে সমাহিত করা হয়। তাঁর সমাধিক্ষেত্র দর্শনীয় স্থানে পরিনত হয়েছে। তার প্রেমিকা পামেলা কার্সন ফ্রান্সে থাকতেন এবং মরিসন সেখানেই গিয়েছিলেন। পামেলা পুলিশকে জানিয়েছিলেন যে জিম মরিসন মারা গেছেন।
তাঁর মৃত্যু মিথে পরিনত হয়েছে। যদিও জিম নেশায় আসক্ত ছিলেন এবং মঞ্চে গান গাইবার সময় বিচিত্র আচরণ করতেন। পামেলাও বেশি নেশা করার ফলে ১৯৭৪ এ মারা যান।
মন্তব্য করুন