
		বর্তমানে ওটিটি প্লাটফর্মে থ্রিলার ও পুলিশী গল্পের আধিক্য চোখে পড়ার মতো। গতকালও (০৩ জুলাই ২০২৫) এমন একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। সৌদি প্রবাসী আহমেদ জিহাদের প্রথম ওয়েব সিরিজ ‘কানাগলি’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম বঙ্গে। খুনের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীতাও এই সিরিজের উপজীব্য।
শহর জুড়ে একের পর এক খুন হচ্ছিল। সুন্দরী নারীদের এই খুনের পেছনে আসলে কে? প্রথম দুই তিন খুনের তদন্ত কার্যক্রম স্থগিত হয়ে যায়,যেন হাওয়া হয়ে যায় খুনীও। এরপর সিরিয়াল খুনের তদন্তভার নেন মাহফুজ নামের এক পুলিশ কর্মকর্তা। তিনিও কোনো ক্লু খুঁজে পান না। সব খুনের আলামত একটাই, কাঁচি! শেষপর্যন্ত এই কাঁচি ও শারিরীক প্রতিবন্ধীতা উপজীব্য করে শেষ হয় ওয়েব সিরিজ।
এই সিরিজে পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এছাড়া লুৎফর রহমান জর্জ,মিলি বাশার, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর ও আইশা খান এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
এই ছবির গল্প লিখেছেন ঋদ্ধ শরীফ। ২০২৩ সালে ঢাকা,মানিকগঞ্জ,উত্তরা ও পুরোনো ঢাকায় শুটিং হয় কানাগলির। বিবিধ কারণে দুই বছর পর মুক্তি পেল কানাগলি। আহমেদ জিহাদ এর আগে নাটক বানিয়েছেন,বেসরকারি টেলিভিশনে কাজও করেছেন। এই ওয়েব সিরিজ প্রযোজনা করেছেন শরিফ আহমেদ।
মন্তব্য করুন