
		গত বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কিল বিল’ খ্যাত মাইকেল ম্যাডসেন। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। কোয়েন্টিন টারান্টিনোর ছবিতে অনবদ্য অভিনয় করে প্রথম পরিচিতি পান মাইকেল ম্যাডসেন। তাঁর ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তাঁর শূন্যতা বহু মানুষ অনুভব করবে।’
চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক চরিত্রে অভিনয় করেছেন ম্যাডসেন। ‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ফ্রি উইলি’, ‘ডনি ব্রাস্কো’ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়াও ‘জেমস বন্ড’ সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’তেও অভিনয় করেন ম্যাডসেন যা মুক্তি পায় ২০০২ সালে। ম্যাডসেনের বোন ভার্জিনিয়া এক বিবৃতিতে বলেছেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছে। সে ছিল বজ্র ও মখমলের মতো। দুষ্টুমি-কোমলতায় মোড়ানো একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই। বিদায়।’
মন্তব্য করুন