
		ছোট পর্দার আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশা এবার আবারও শিরোনামে। নানা সময় বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিশা। সেখানেই নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা-এর নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হয়ে অংশ নেন তিনি। অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিশা।
জায়েদ খানের প্রশ্ন ছিল, “আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” — উত্তরে তিশা বলেন, “আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব, এবং মা হবো। হয়তো এভাবে কেউ বলে না, যেমন আমি বলছি। কিন্তু ব্যক্তিগত জীবনও পেশাগত জীবনের মতোই গুরুত্বপূর্ণ। সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, আবার লুকানোরও কিছু নেই।”
প্রসঙ্গত, এই টকশোর মাধ্যমেই উপস্থাপক হিসেবে অভিষেক হয় জায়েদ খানের। শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় এই আলোচিত পর্বটি।
তিশার এমন ব্যক্তিগত স্বপ্ন প্রকাশ শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন